কাযক্রমঃ
নিজ এলাকায় সিটিতে কিছু করতে আগ্রহী উদ্যোক্তা এবং যাদের কিছু সময় ও আর্থিক যোগান দেওয়ার মত সুযোগ আছে তাদের নিয়ে টীম ভিত্তিক পরিচালনায় উৎপাদন কার্যক্রম, বাজারজাত করণ ও বিনিয়োগ এবং অংশীদারিত্ব সম্প্রসারন কার্যক্রম পরিচালনা করা। সরাসরি জেলা টু জেলায় পাইকারী ক্রয় ও বিক্রয় করা। হোম সার্ভিস দেওয়া।

পরিচালনা:
স্থানীয় উদ্যোক্তা গন নিজেরাই নিজেদের পরিচালনা করেন ও নিজেদের মধ্যে তদারকি ও প্রতিনিধিত্ব মূলক পরিচালনা পরিষদ করে জবাব দিহিতা মূলক কার্যক্রম পরিচালনা করেন। টীম ও টীমের সদস্যদের পরিচালনার জন্য সি ডি এল মাঠ পর্যায়ে প্রতিনিধি ও কো:অডিনেটর দ্বারা কার্যক্রম পরিচালনা করে এবং উপজেলা, জেলা ও বিভাগীয় সমন্বয়কারী দপ্তর দ্বারা কার্যক্রম পরিচালনা করা হয় ।