কর্মসংস্থানঃ

কৃষি ও অন্যান্য উৎপাদন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অলস সময়ের ব্যবহার করে নিজের অল্প পুঁজিকে জাতীয় উন্নয়নে যুক্ত করে ও বর্তমান যোগাযোগ ব্যবস্থাকে ও তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে উপজেলা লেভেলে আন্তজাতিক ব্যবসা বাণিজ্য করা সম্ভব। আমাদের দেশের উৎপাদন ও চাহিদাকে সম্প্রসারণ করে দেশে ও বিদেশের চাহিদাও পূরণ করে কর্মসংস্থান ও আর্থিক উন্নয়ন সম্ভব।

সিডিএল(কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ) মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন সম্প্রসারণ, কৃষি শিল্পায়ন, কৃষি আধুনিকায়ন, কৃষি বিনিয়োগ সম্প্রসারণ, কৃষি নিরাপত্তা সহ তথ্য প্রযুক্তি ও স্থানীয় বিভিন্ন হস্ত শিল্প ভিত্তিক বিনিয়োগ, উৎপাদন, দেশে ও বিদেশে বাজারজাত করণ স্থানীয় অংশীদারি সম্প্রসারণ কাযক্রম ইউনিয়ন, পৌরসভা ও সিটিতে শুরু করছেন।

উক্ত কাযক্রমে ইউনিয়ন/পৌরসভা ভিত্তিক ৫/৭ জন পুরুষ ও মহিলা উদ্যোক্তা নিয়ে একটি পরিচালনা টীম করা হয়। স্থানীয় এলাকা ভিত্তিক উৎপাদন ও ব্যবসা বাণিজ্য তদারকি ও পরিচালনা করা টীমের মূল কাজ। তাদের আধুনিক তথ্য প্রযুক্তি যুক্ত অফিস পাবে ও নিদিষ্ট কমিশন,বেতন ভাতা,বোনাস পাবে। তারা দক্ষতা অর্জন করবে উৎপাদন , আমদানি-রপ্তানি ও স্থানীয় ক্রয় বিক্রয় ট্রেডিং ব্যবসায়।

উপজেলা/ ওয়ার্ড কোঅডিনেটর দপ্তরঃ
টীমের কাযক্রম পরিচালনার জন্য উপজেলা লেভেলে কোঅডিনেটর ও ফিল্ড অফিসারের দপ্তর থাকবে।
সেখানে ৫ জনের কর্মসংস্থান ও সেখান থেকে উপজেলা আওতাধীন কার্যক্রম পরিচালনা করা হবে।
জেলা কোঅডিনেটর দপ্তরঃ
উপজেলা বা ওয়ার্ড কোঅডিনেটর ও ফিল্ড অফিস তদারকির জন্য জেলা পর্যায়ে জেলা কোঅডিনেটরের দপ্তর থাকবে। সেখানে ৩ জনের কর্মসংস্থান ও সেখান থেকে জেলা আওতাধীন কার্যক্রম পরিচালনা করা হবে।

বিভাগীয় কোঅডিনেটর দপ্তরঃ
জেলা কোঅডিনেটর দপ্তর তদারকির জন্য বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কোঅডিনেটরের দপ্তর থাকবে। সেখানে ৫ জনের কর্মসংস্থান ও সেখান থেকে বিভাগীয় আওতাধীন কার্যক্রম পরিচালনা করা হবে।

কোঅডিনেটর ও ফিল্ড অফিসার পদের সকলকে নিদিষ্ট লভ্যাংশ ও কমিশন প্রদানের ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। চুক্তি ভিত্তিক দায়িত্ব পালন লভ্যাংশ ও কমিশন প্রদান করা হবে।

আপনি আপনার নিজের আত্মকর্মসংস্থান, উৎপাদন ভিত্তিক কাযক্রম ও ব্যবসা বাণিজ্য করতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন।