বাণিজ্যিক কার্যক্রমঃ

সিডিএল(কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ) টীমের মাধ্যমে ক্রয় বিক্রয় নিশ্চিতকরে। পণ্যের গুনগতমান, পরিমাণ বিষয়ে সাটিফিকেশন সহ যথা সময়ে লোডিং আনলোডিং করে। সিডিএল(কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ) সরাসরি উৎপাদন থেকে ভোক্তা পর্যন্ত পণ্য সরবরাহের ব্যবসাকে বাস্তবায়ন করার কাযক্রম পরিচালনা করিতেছে।

 * উৎপাদনকারী বা কৃষক থেকে সরাসরি ক্রয় করে উপজেলা বা ইউনিয়ন ও সিটি ওয়ার্ড লেভেলে পাইকারি বিক্রয় করি।
 * আমদানি বন্দর থেকে ক্রয় করে সরাসরি পণ্য উপজেলা বা ইউনিয়ন ও সিটি ওয়ার্ড লেভেলে পাইকারি বিক্রয় করি।
 *আপনি সরাসরি উক্ত ক্রয় বা বিক্রয় ব্যবসা করতে পারবেন। আপনার জেলা, উপজেলায় আমাদের টীম ও প্রতিনিধি আছে। আমাদের সাথে ব্যবসা করলে সঠিক দামের তথ্য পাবেন ও সঠিক পরিমাণ এবং কোয়ালিটির নিশ্চয়তা পাবেন যার ফলে আপনি লাভবান হবেন।

সিডিএল এর নিয়ম নীতি মোতাবেন নিজ এলাকা থেকে ক্রয় ও বিক্রয় ব্যবসায় যুক্ত হলে সিডিএল আর্থিক যোগান, লাভ/ কমিশনের নিশ্চয়তা প্রদান করিবেন ও সার্বিক নিশ্চয়তা দিবেন।

ব্যবসায় যুক্ত হলে ব্যবসায় দক্ষতা অর্জন করতে পারবেন। নিজের আর্থিক উন্নয়ন নিজেই করা যায় ও অন্যের জন্য কর্মসংস্থান করা যায়।