পরিচালকদের পরিচিতিঃ

কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ চট্টগ্রাম জয়েন্ট ষ্টক কোম্পানী থেকে ২রা মার্চ ২০২৩ ইংরেজী তারিখে নিবন্ধিত হয়। কোম্পানীর প্রথম চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাহীদুল ইসলাম চট্টগ্রাম খাতুনগঞ্জের প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তিনি বহু সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। ইতিপূর্বেও তিনি মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন, বাজারজাত ও কৃষি শিল্পায়ন সহ উক্ত খাতের বিনিয়োগ, সার্বিক নিরাপত্তা ও নিশ্চয়তার উপর মাঠ পর্যায়ে কাযক্রমে যুক্ত ছিলেন। তিনি বর্তমানে মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন ও বাজারজাত খাতে বিনিয়োগ করে খাদ্য উৎপাদন ও খাদ্য ভিত্তিক নিরাপত্তা অর্জন সহ কর্মসংস্থান সম্প্রসারণ এবং কৃষি বিনিয়োগ,অংশীদার সম্প্রসারনের মাধ্যমে আর্থিক উন্নয়ন করার জন্য এই কোম্পানীতে চেয়ারম্যান পদে ভূমিকা রাখতেছেন।

কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক মিসেস শিরিন আকতার পেশায় একজন ব্যবসায়ী ও গৃহিণী। তিনি নারীর আর্থিক উন্নয়ন ও ক্ষমতায়ন বিষয়ক অনেক সামাজিক প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন। তিনি তথ্য প্রযুক্তির মাধ্যমে গ্রামীণ কৃষি বিপণন ও উৎপাদন ব্যবস্থাপনায় নারীর ভুমিকার প্রতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য নিজের সময় ও অর্থ বিনিয়োগ করেছেন।
অন্যান্য পরিচালকদের মধ্যে মিসেস হাসিনা আকতার ও মিসেস সালমা আকতার গৃহিণী। তাদের পরিবার কর্তার বৈদেশিক আয় বিনিয়োগ করে মাঠ পর্যায়ে কৃষি উৎপাদন ও তথ্য প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে সামগ্রিক আর্থিক উন্নয়ন করার জন্য পরিচালনায় অংশ গ্রহন করেছেন। তারা এখনো নবীন কিন্তু নারী, কৃষি ও প্রযুক্তি ভিত্তিক অংশীদারি সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে গ্রামীন আর্থিক উন্নয়নে ভূমিকা রেখে নিজেদের পরিচিতি প্রতিষ্ঠিত করতে চান।
কমার্শিয়াল ডেভেলপমেন্ট লিঃ এর সি ই ও মোহাম্মদ সেলিম, শিক্ষা জীবন শেষ করে তিনি ব্যবসায় যুক্ত হয়েছিলে। তিনি মাছ ও সবজি রপ্তানি সহ ইন্ডেন্টিং ও সি এন্ড এফ ব্যবসায় যুক্ত ছিলেন। মাঠের উৎপাদন থেকে আন্তজাতিক বাজারে আমাদের দেশের কৃষি ও অন্যান্য পণ্য রপ্তানি সম্প্রসারণ করার জন্য পরিচালনা, উৎপাদন, প্রসেসিং, সংরক্ষণ ও বাজার নিশ্চিত করার জন্য তিনি ভূমিকা রাখছেন।

লক্ষ্য ও উদ্দেশ্যঃ বর্তমানে তথ্য প্রযুক্তি ও অবকাঠামোগত সুযোগ সুবিধা,বাজার চাহিদা সহ সার্বিক বিবেচনায় মাঠ পর্যায়ে উদ্যোক্তাদের কে বহুমুখী সাপোর্ট দিয়ে টীম ভিত্তিক অংশীদারী সম্প্রসারণের মাধ্যমে এলাকা ভিত্তিক উৎপাদন, সংরক্ষণ, প্রসেসিং শিল্প স্থাপনের মাধ্যমে পণ্যের নিরাপত্তা নিশ্চিত করণ,বহুমূখি কর্মসংস্থান ও আর্থিক উন্নয়ন করায় আমাদের প্রধান লক্ষ্য।

উৎপাদন ও ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক উন্নয়ন নিশ্চিত করার জন্য “সিডিএল” সরকারের আর্থিক, কারিগরি ও প্রযুক্তি সহযোগিতাকে মাঠ পর্যায়ে টীম ভিত্তিক বাণিজ্যিক ভাবে বাস্তবায়নের মাধ্যমে সরকারের বিতরণকৃত ঋন ও সাপোর্ট গুলো কে শতভাগ সফল করা ও ঝুঁকি মুক্ত করে বাণিজ্যিক নিরাপত্তা অর্জন করার কাযক্রম পরিচালনা করা। টীম ভিত্তিক অংশীদারি সম্প্রসারণের মাধ্যমে লাভে লোকসানের ভিত্তিতে বাণিজ্যিক কাযক্রম গ্রহণ ও পরিচালনা করা। সরকারের সুযোগ-সুবিদা ও সাধারণ পাবলিকের বিনিয়োগ কে ঝুঁকি রিকভারি কার্যক্রম গ্রহণের মাধ্যমে ঝুঁকি মুক্ত করে একটি নিরাপত্তা লেভেলে নিয়ে যাওয়াই “সিডিএল” এর মূল বাণিজ্যিক ভিশন। গ্রামে ও শহরে ও দেশ-বিদেশের সাথে টীমের সদস্যরা কেন্দ্র (শাখা) টু কেন্দ্র (শাখা) ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশের কোথায় কি পণ্য আছে তার পরিমাণ, বর্তমান মূল্য সরাসরি জানতে পারার সুযোগ করে ও কেন্দ্র (শাখা) টু কেন্দ্রের (শাখা) মাধ্যমে সদস্যরা ক্রয় বিক্রয়,আমদানি-রপ্তানি, সাটিফিকেশন সহ নিশ্চয়তার ভিত্তিতে পণ্যের লোড আন লোড সহ কৃষক পর্যায়ে নগদ ও অগ্রীম মূল্য প্রাপ্তির কাযক্রম পরিচালনা করা। দেশী-বিদেশী সাধারণ ক্রেতা বিক্রেতার ও করর্পোরেট ক্রেতা বিক্রেতার পণ্য, চাহিদা ও সু্যোগ সুবিদা গুলো চুক্তি ভিত্তিক মাঠ পযায়ের উদ্যোক্তাদের কাছে নিয়ে যাওয়া ও অন্যান্য সহযোগী বাণিজ্যিক প্রতিষ্ঠান কে খাত ও বিষয় ভিত্তিক মাঠ পর্যায়ে বাস্তবে সরাসরি কাযক্রমের মাধ্যমে সফলতার নিশ্চয়তা প্রদান করাই মূল মিশন।

কাযক্রমঃ উৎপাদনকারী, ব্যবসায়ী ও ব্যবসা করতে আগ্রহী নবীনরা ও নিজ এলাকায় কিছু করতে আগ্রহী উদ্যোক্তা এবং যাদের কিছু সময় আর্থিক যোগান দেওয়ার মত সুযোগ আছে তাদের নিয়ে উৎপাদন, বাজারজাত করণ ও বিনিয়োগ সম্প্রসারন কাযক্রম পরিচালনা করা। সরাসরি জেলা টু জেলায় পাইকারী ক্রয় ও বিক্রয় করা। হোম সার্ভিস দেওয়া।

পরিচালনাঃ মাঠ পর্যায়ে উৎপাদন ও ব্যবসা করতে আগ্রহীদের নিয়ে ও টীম করে উৎপাদন ও ব্যবসা কাযক্রম পরিচালনা করা। উক্ত কাযক্রমে এলাকার বেকার, উদ্যোক্তা ও বিনিয়োগকারীও অংশ গ্রহণ করতে পারবেন। টীম পরিচালনার জন্য উপজেলা, জেলা ও বিভাগীয় শহরে অফিস ও জন বল নিয়োগ দেওয়া আছে।